গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

গাজীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

ছবিঃ সংগৃহীত।

গাজীপুর প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির (২০২৩-২০২৪) সদস্যরা মঙ্গলবার প্রেসক্লাবভবনে শপথ ও দায়িত্ব গ্রহণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরআগে বিদায়ী কমিটি অনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন।

গত ২ সেপ্টেম্বর এক বছর মেয়দী (২০২৩-২০২৪ ) ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক মো. এনামুল হক সভাপতি ও মহাতাব উদ্দিন আহাম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক মাসুদুল হক অনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নবগঠিত কমিটির সদস্য ছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, সকলের সহযোগিতা নিয়ে গাজীপুর প্রেসক্লাবকে সামনে এগিয়ে নিতে চাই। আমরা মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলসহ অন্যান্যদের সহযোগিতা নিয়ে প্রেসক্লাব ভবনটিকে নামমাত্র মূল্যে ক্রয় করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে যাব। এছাড়াও সকল ভেদাভেদ ভুলে সাংবাদিকদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে কাজ করবো।