আশুলিয়ায় প্রেমিককে বাসায় ডেকে নিয়ে হত্যা, প্রেমিকা গ্রেফতার

আশুলিয়ায় প্রেমিককে বাসায় ডেকে নিয়ে হত্যা, প্রেমিকা গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

আশুলিয়ায় প্রেমিককে বাসায় ডেকে নিয়ে হত্যার ঘটনায় প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকায় প্রেমিকার বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত প্রেমিকের নাম আনিছ মিয়া (৪৮)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। আনিছ দীর্ঘদিন ধরে পরিবারসহ আশুলিয়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, নিহত আনিছ ও প্রেমিকা ওই নারী একে অপরের পূর্ব পরিচিত এবং একই এলাকায় বাড়ি। ওই নারীর স্বামী নেই। তিনি তিন সন্তান নিয়ে আশুলিয়া খেজুরটেক এলাকায় ভাড়া থেকে কাজ করতেন। অপরদিকে আনিছুর রহমানও খেজুরটেক এলাকায় ভাড়া থেকে ওই নারীর সঙ্গে কাজ করতেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

এদিকে প্রেমিক আনিছ মিয়া ওই নারীর সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সেই ঝগড়ার ক্ষোভ থেকেই হত্যা করা হয় আনিছকে।

আশুলিয়া থানার এসআই জোহাব আলী বলেন, এ ঘটনায় মৃতের স্ত্রী মমতা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।