এফডিসিতে নেওয়া হবে না নির্মাতা সোহানের লাশ

এফডিসিতে নেওয়া হবে না নির্মাতা সোহানের লাশ

ফাইল ছবি।

পরিচালক সোহানুর রহমান সোহানের মরদেহ তার প্রিয় কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নেওয়া হবে না বলে জানিয়েছেন তার বড় মেয়ে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে পরিচালক কাজী হায়াতের মাধ্যমে সোহানের বড় মেয়ে এই বার্তা পাঠিয়েছেন। ফলে প্রিয় কর্মস্থলে গুণী এই নির্মাতার মরদেহ শেষবারের মতো আর যাচ্ছে না।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, ইসলামিক রীতি অনুযায়ী পরিচালক সোহানের পরিবার তাড়াতাড়ি মরদেহ দাফন করতে চান। তাই রাতেই মরদেহ টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। ভোরে জানাজা শেষে ফজরের পরপরই মরদেহ দাফন করা হবে। স্ত্রীর কবরের পাশে শায়িত হবেন সোহানুর রহমান সোহান।

স্ত্রী মারা যাওয়ার একদিন পরই বুধবার (১৩ সেপ্টেম্বর) অনন্তলোকে পারি জমান সোহানুর রহমান সোহান। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রীর মৃত্যু হয়।