সীমান্তে ইউক্রেনের ৬ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

সীমান্তে ইউক্রেনের ৬ ড্রোন ভূপাতিত করল রাশিয়া

সংগৃহীত

রাশিয়া দাবি করেছে যে, তাদের বাহিনী সীমান্ত অঞ্চল ব্রায়ানস্ক এবং বেলগোরোডে বেশ কিছু ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ হামলা হয় বলে জানিয়েছে ক্রেমলিন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

ব্রিটিশ সংবাদমাধ্যমটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, ব্রায়ানস্ক অঞ্চলে চারটি ভিন্ন স্থানে ৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অঞ্চলটি কিয়েভ এবং মস্কোর মধ্যে প্রায় সমান দূরত্বে অবস্থিত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, দায়িত্বে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ব্রায়ানস্ক অঞ্চলের ভূখণ্ডে মনুষ্যবিহীন আকাশযানগুলোকে ধ্বংস করেছে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ। তিনি বলেন, হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বেলগোরোড অঞ্চলের আরও দক্ষিণে আরেকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।