সংসদের শেষ অধিবেশন কবে জানালেন প্রধানমন্ত্রী

সংসদের শেষ অধিবেশন কবে জানালেন প্রধানমন্ত্রী

সংগৃহিত ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তাই আগামী অক্টোবরে চলমান সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অধীনে প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। অর্থনীতিতে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

বাজারে জিনিসপত্র অভাব নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অসাধু ব্যবসায়ীরা মাঝেমধ্যে গোডাউনে পণ্য আটকে রেখে দাম বাড়ানোর খেলা চালায়। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষ নির্দেশ দেন তিনি।

 

এর আগে দুপুরে গণভবনে স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সরকার প্রধান বলেন,

দেশের উন্নয়নে আমরা কাজ করছি। আর বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশকে পিছিয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে খাদ্য সামগ্রীর দাম বেড়েছে। ‌এ যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়েছে। আমরা খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার পদক্ষেপ নিয়েছি।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিজেরাই ফসল ফলাব, নিজেদের উৎপাদিত খাবার খাব, নিজের পায়ে দাঁড়াব। খাদ্যসহ কোনো কিছুর জন্য কারও কাছে হাত পাতব না। আমাদের যেটুকু সম্পদ আছে, সেটুকু সম্পদ দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে।’

এ সময় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর স্থানীয় সরকারকে যথেষ্ট অর্থ বরাদ্দ দিয়ে তৃণমূলে উন্নয়নের সুযোগ করে দিয়েছি। কষ্টের এ ফসল যেন কেউ নষ্ট করতে না পারে। অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সেভাবেই কাজ করতে হবে সবাইকে। স্বাধীনতা ব্যর্থ হয়নি, ব্যর্থ হতেও আমরা দেব না।