ওপেনাররা সুস্থ থাকলে আমি ওপেন করতাম না: মিরাজ

ওপেনাররা সুস্থ থাকলে আমি ওপেন করতাম না: মিরাজ

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। দলে মূল কাজ বোলিং হলেও ব্যাট হাতে মাঝে মধ্যেই বড় ইনিংস খেলে ফেলেন। যার প্রমাণ আফগানিস্তানের সঙ্গে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত এক শতক।

টাইগার এই অলরাউন্ডারের বিশ্বাস দল তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও ভারতের মতো দলের বিপক্ষে জয় দলকে বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ দল দেশে ফিরেছে। সতীর্থদের সঙ্গে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন মিরাজ।

তিনি ভারতের সঙ্গে জয় নিয়ে বলেন, ‘লাস্ট ম্যাচটা জেতায় দলের মধ্যে আলাদা আত্মবিশ্বাস যোগ করবে। ভারত এই টুর্নামেন্টে খুব ভালো খেলছে। এই জয়টা আমাদের বিশ্বকাপে যাওয়ার আগে সাহায্য করবে। দলের সবাই অনেক খুশি আছে।’

গুরুত্বহীন ম্যাচ জয়ে দলের কোনো লাভ হবে কিনা— সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচটা এমন ছিল, আমরা জিতলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কোনো সুযোগ ছিল না।

তবে আমাদের মধ্যে এই বিষয়টি কাজ করছিল, যদি ভারতের সঙ্গে জিততে পারি, তা হলে বিশ্বকাপের যাওয়ার আগে আত্মবিশ্বাসটা ভালো থাকবে। বিশ্বকাপ বড় ইভেন্ট, খেলাও ভারতে। সেখানে যাওয়ার আগে দলের স্পিরিটটা বেড়ে যাবে। সেটাই হয়েছে। দলের খেলোয়াড়রা খুব ভালো খেলেছে।’

এবারের এশিয়া কাপে মিরাজকে ভিন্ন ভূমিকায় দেখা গেছে। এ নিয়ে তিনি বলেন, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা মূলত দলের সমন্বয়ের জন্যই হয়েছে। আমাদের ওপেনাররা যদি শুরু থেকে সুস্থ থাকত, তা হলে কিন্তু আমি ওপেন করতাম না। যারা ওপেনার ছিল, তারাই করত।

একদিক দিয়ে খুব ভালো হয়েছে। পরে ভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। মাঝখানে খেলেছি, মুশফিক ভাই ছিলেন না। সব মিলিয়ে যদি সবাই সুস্থ থাকত, তা হলে খুব ভালো একটা টুর্নামেন্ট হতো, আমি ব্যক্তিগতভাবে এ আশাই করেছি। তবে বিশ্বকাপের আগে আশা করি সবাই খুব দ্রুত রিকভার করার চেষ্টা করব।’