ভারতে বানানো আইফোন ১৫: কোথায় পাবেন, দাম কত

ভারতে বানানো আইফোন ১৫: কোথায় পাবেন, দাম কত

সংগৃহীত

কিছুদিন আগেই লঞ্চ করে হয়েছে আইফোন ১৫ সিরিজ। গত ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপেলের নতুন ফোন সিরিজের বিক্রি শুরু হল ভারতে। দেশটিতে এবারই প্রথম বিক্রি হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন।

যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানাই, এতদিন চীনেই মূলত আইফোন তৈরি করা হতো। কিন্তু করোনার পর থেকে নানা সমস্যা দেখা দেওয়ায় অ্যাপেল ধীরে ধীরে চীনের উপর নির্ভরশীলতা কমাতে থাকে অ্যাপল। আর ভারতের মতো সুবৃহৎ এবং বাড়তে থাকা বাজার আর কোথায় পাবে এই মার্কিন সংস্থা? সেই জন্যই ভারতে প্রথমে অ্যাপেলের অন্যান্য প্রোডাক্ট আগে তৈরি করা শুরু করা হয়। এরপর এই বছর বানানো হয় প্রথম আইফোন।

গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকরা আইফোন ১৫ প্রি-অর্ডার করতে পেরেছিলেন। এবার সেটার বিক্রি এবং ডেলিভারি শুরু হলো ২২ সেপ্টেম্বর থেকে। ভোর থেকেই মুম্বাইয়ের বিকেসির অ্যাপল স্টোরে লম্বা লাইন দেখা যায়। একই ছবি ধরা পড়ল নিউ দিল্লিতে। দোকান খোলার আগেই ভিড় জমে যায় দোকানের সামনে।

ভারতে আইফোন ১৫ এর দাম এবং অফার

আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোন দুই মডেলের ওপর বর্তমানে অ্যাপেল ৬,০০০ রুপি ছাড় দিচ্ছে। আর আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের উপর ৫,০০০ রুপি ছাড় পাওয়া যাচ্ছে।

আইফোন ১৫-এর আসল দাম ৭৯,৯০০ রুপি এবং আইফোন ১৫ প্লাসের আসল দাম ৮৯,৯০০ রুপি। অন্যদিকে আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স এর দাম ১,৩৪,৯০০ রুপি এবং ১,৫৯,৯০০ রুপি রাখা হয়েছে।