জিপিএ-৫ পাওয়া ৬৬২ শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত

জিপিএ-৫ পাওয়া ৬৬২ শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত

সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের আবেদনের ফল প্রকাশ হয়েছে। শেষ ধাপের ফলাফল প্রকাশে দেখা যায় এখনও কলেজ পাননি জিপিএ-৫ পাওয়া ৬৬২ শিক্ষার্থী। ফলে তাদের ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আবেদনে কলেজ পেয়েছেন ১ লাখ ১৮ শিক্ষার্থী। এর বাইরে জিপিএ-৫ পাওয়া ৬৬২ শিক্ষার্থীসহ ১২ হাজার ৫৯৩ জন এখনও কলেজ পাননি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জিপিএ-৫ পেয়েও শেষপর্যন্ত কলেজ না পাওয়ার বিষয়ে তিনি বলেন, চার্চ পরিচালিত চারটি কলেজে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভর্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া যারা কলেজ পাননি তাদের অনেকে মেডিকেল টেকনোলজিস্ট ও মিড ওয়াইফারিতে চলে যাবেন। সবমিলিয়ে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে কোনো সমস্যা হবে না।