রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‍্যাগিং হলে কঠোর ব্যবস্থা

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু, র‍্যাগিং হলে কঠোর ব্যবস্থা

ফাইল ছবি

আসন ফাঁকা রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষে ক্লাস শুরু হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। তবে র‍্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নবীনদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নবীনদের পদচারণায় ফের মুখরিত হয়েছে ক্যাম্পাস। তাদের স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা প্রস্তুত আছে। মেধা ও মনন দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করবে এ প্রত্যাশা করি।  

খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর তিন ইউনিটের (এ, বি,সি) সাড়ে চার হাজার (কোটাসহ) আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী। তবে ভর্তি কার্যক্রম সম্পন্ন হলে ২৫টি আসন ফাঁকা রয়ে গেছে। তন্মধ্যে এ ইউনিটে ১৭, বি ইউনিটে ৭ এবং সি ইউনিটে ১টি আসন ফাঁকা। 

এদিকে নবীনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। কলম, রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে নবীনদের বরণ করে বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগ। 

নতুন ক্যাম্পাসে অনুভূতি জানতে বেশ কয়েকজন নবীন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। এদের মধ্যে বিন্তী আক্তার জানান, স্বপ্নের ক্যাম্পাসে আসতে পেরে খুবই ভাল লাগছে। স্কুলের শিক্ষা সফরে এসেই এ ক্যাম্পাসের সৌন্দর্যের প্রেমে পড়েছিলাম। তখন থেকেই এ বিশ্ববিদ্যালয় ভর্তির স্বপ্ন ছিল। অবশেষে সেটা পূরণ হয়েছে। এছাড়া স্বপ্নের ক্যাম্পাসে নিজেদের লক্ষ্য বাস্তবায়নে কথা জানান নবীনরা।

র‍্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ ক্যাম্পাস সম্পূর্ণ র‍্যাগিংয়মুক্ত। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে প্রক্টরিয়াল টিম সার্বক্ষণিক কাজ করে। কোন শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হলে তারা যেন প্রক্টর দপ্তরে অভিযোগ দেয়। তাহলে প্রমাণ সাপেক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।