আদ-দ্বীন মেডিকেল কলেজে মৌলিক অস্ত্রোপচার দক্ষতা কর্মশালা অনুষ্ঠিত

আদ-দ্বীন মেডিকেল কলেজে মৌলিক অস্ত্রোপচার দক্ষতা কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

রাজধানীর আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ‘মৌলিক অস্ত্রোপচার দক্ষতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মেডিকেল কলেজের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ ও সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ও কলেজের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা অংশ গ্রহন করেন।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অদ্যাপক ডা. মাজহারুল ইসলাম, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সরদার মো. রেজাউল ইসলাম, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. নূর হোসাইন ভূঁইয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহফুজ, ডা. শাওন, ঢাকা মেডিকেল কলেজের ডা. নাজমুল শাহীন ও আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. সাদিয়া আরমিন।

কর্মশালা শেষে ইন্টার্ন চিকিৎসকদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, 'একাডেমিক পড়ালেখা শেষ করে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পেশা জীবনে প্রবেশের মাধ্যমে তোমাদের দায়িত্ব বহুগুনে বেড়ে গেছে। রোগীর সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। বেশি বেশি প্রাক্টিসের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করে অপারেশন করতে হবে।