বিশ্বকাপের আগে সমালোচনার মুখে বাবর আজম

বিশ্বকাপের আগে সমালোচনার মুখে বাবর আজম

বাবর আজম

ভারতে যাওয়ার ভিসা পেয়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই হয়ে হায়দরাবাদে পা রাখবেন বাবররা। 

কিন্তু বিশ্বকাপ খেলতে আসার আগেই সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। জোরে গাড়ি চালিয়ে বিতর্কের মুখে তিনি। গুণতে হল জরিমানা। 

সূত্রের দাবি, গত ১৭ সেপ্টেম্বর লাহোরের গুলবার্গ এলাকায় তীব্র গতিতে নিজের বিলাসবহুল গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বাবর আজম। ঢুকে পড়েছিলেন অন্য লেনে। সঙ্গে ছিল না ড্রাইভিং লাইসেন্স। যার ফলে পাকিস্তানের পাঞ্জাব মোটরওয়ে পুলিশ তাকে জরিমানা করে। 

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ফাইনালেও উঠতে পারেনি। সমালোচিত হচ্ছেন বাবর। তার উপর এবার ড্রাইভিং লাইসেন্স ছাড়াই তীব্র গতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুণতে হল বাবরকে।