বরিশালে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু, শনাক্ত ৩৩৯

বরিশালে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু, শনাক্ত ৩৩৯

বরিশালে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু, শনাক্ত ৩৩৯

বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন। একই সময়ে আরও ৩৩৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রবিবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- বরগুনার সদর উপজেলার বাসিন্দা আবিদ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা মারুফা ও বরিশাল বিমানবন্দর এলাকার বাসিন্দা আলেয়া বেগম।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজার ৮২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৫৯০ জন। মারা গেছেন ১০৫ জন ডেঙ্গুরোগী।

এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭৫ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ১০ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ৬ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১১৯, পটুয়াখালীতে ৬৭ জন, পিরোজপুরে ৭৫ জন, ভোলায় ৩৬ জন, বরগুনায় ৩০ জন ও ঝালকাঠিতে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ছয় জেলার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

সূত্র : ইউএনবি