হবিগঞ্জে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে মহাসড়কের দৌলতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৪৫) ও তার ছেলে মতিবুর রহমান (২২)।

জানা যায়, জমিলা-মতিবুরসহ ৫ যাত্রী অটোরিকশাযোগে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। অটোরিকশাটি দৌলতপুর ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাকচাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই জমিলা খাতুন মারা যান। পরে স্থানীয়রা আহত অন্য ৪ জনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিবুর রহমানকেও মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আহত ৩ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঞা  জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।