অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার সকালে উপজেলার মনোহরপুর ও কাশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক জানান, অভিযানে মনোহরপুরে গরুর গোয়ালের সাথেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর, নিমকি ও ডালভাজা তৈরি, নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ, রঙ ও টেস্টিং সল্ট ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে মেসার্স ইয়াছিন ফুড ফ্যাক্টরির মালিক রকিবুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কাশিপুর মাঠপাড়ার মেসার্স শারমিন চানাচুর ফ্যাক্টরির মালিক মাহফুজ রহমানকে একই অপরাধ ও ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।