সন্দেহভাজন জিহাদিদের হামলায় নাইজারে ২৯ সৈন্য নিহত

সন্দেহভাজন জিহাদিদের হামলায় নাইজারে ২৯ সৈন্য নিহত

সন্দেহভাজন জিহাদিদের হামলায় নাইজারে ২৯ সৈন্য নিহত

নাইজারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় দেশটির ২৯ সৈন্য নিহত হয়েছে।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ কথা জানিয়েছে। এমন মর্মান্তিক হত্যার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। । খবর এএফপি’র।

টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শতাধিক সন্ত্রাসী সৈন্যদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। তারা এ ভয়াবহ  হামলায় বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজ গাড়ি ব্যবহার করে।সেখানে হামলায় দুই সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে।বিবৃতিতে বলা হয়, সৈন্যদের অভিযানে বেশ কিছু সন্ত্রাসীও নিহত হয়।মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবেলায় সামরিক বাহিনীর অভিযান চলাকালে দেশটির মালি সীমান্তের কাছে জিহাদিদের এমন হামলার ঘটনা ঘটে।

মন্ত্রণালয় আরো জানায়, সন্ত্রাসীরা যোগাযোগের বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তারা আরো জানায়, এক্ষেত্রে হামলাকারীরা বাইরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ সুবিধা লাভ করে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে জিহাদিরা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে ২০১৫ সালে তারা প্রতিবেশি দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ে।

সূত্র : বাসস