মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরে টাস্কফোর্স কমিটির সভা

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরে টাস্কফোর্স কমিটির সভা

সংগৃহীত

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে লক্ষ্মীপুরে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কমলনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক।

প্রসঙ্গত, উৎপাদন বাড়াতে ইলিশ প্রজনন মৌসুমে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় খাদ্য সহায়তা হিসেবে উপক‚লের নিবন্ধিত জেলেরা ২৫ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে পাবে