শিরোপাতেই চোখ ল্যাথামের

শিরোপাতেই চোখ ল্যাথামের

সংগৃহীত

নিউজিল্যান্ড ক্রিকেট দলকে দুর্ভাগা বলা যেতেই পারে। ২০১১ বিশ্বকাপে, উপমহাদেশের বাইরের একমাত্র দল হিসেবে সেমিফাইনাল খেলেছিল তারা। এরপরের দুই বিশ্বকাপে হয়েছে রানারআপ।

১৯ বিশ্বকাপে তো সুপার ওভারে ম্যাচ হেরেছে দলটি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফাইনাল খেলেছিল কিউইরা। সেখানেও ব্যর্থ হয়েছে শিরোপা জিততে। এতসব আক্ষেপের মাঝে অবশ্য প্রাপ্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা।

এবার সাদাবলের ক্রিকেটে আক্ষেপ ঘুচাতে চায় নিউজিল্যান্ড। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা লক্ষ্য নিয়েই এসেছে কিউই ক্রিকেটাররা। দলের সহ-অধিনায়ক টম ল্যাথামের কণ্ঠে শোনা গেল শিরোপা জয়ের প্রত্যয়, 'অবশ্যই শেষপর্যন্ত আমরা ওখানেই (শিরোপা) চোখ রাখব। আমি নিশ্চিত অন্য দলগুলোর ক্ষেত্রেও তাই।