বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লা-চট্টগ্রামে বিএনপির বিভাগীয় রোডমার্চ শুরু

বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লা-চট্টগ্রামে বিএনপির বিভাগীয় রোডমার্চ শুরু

সংগৃহীত

গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে কুমিল্লা-চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ শুরু করেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির এক দফা দাবিতে এ রোডমার্চ করছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লা কালা কচুয়া খন্দকার ফিলিং স্টেশন সংক্ষিপ্ত সমাবেশ শেষে রোডমার্চ শুরু হয়। ১৫৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চট্টগ্রাম কাজির দেউরী মোড়ে গিয়ে শেষ হবে। ফেনী জেলা ও চট্টগ্রাম মিরসরাই পথাসভা হবে। এছাড়াও অ-আনুষ্ঠানিক পথসভা হতে পারে

বৈরি আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীরা অনুষ্ঠানে জড়ো হন নির্দিষ্ট সময়ের আগে৷ সরকারের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন তারা। ওই এলাকার মনোনয়ন প্রত্যাশী নেতাদের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ছাড়াও কোথাও কোথাও তোরণও চোখে পড়েছে। সমাবেশ শেষে দলীয় ও জাতীয় পতাকা হাতে কয়েক শো গাড়ি এক যোগে ছুটে চলে রোডমার্চ। নেতাকর্মীরা পিকাপ, মিনিবাস, মাইক্রোবাস, মিনি ট্রাক, মোটরসাইকেলে শোডাউন দেন।

রোর্ডমার্চে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী।