অনলাইন গেমিংকাণ্ডে ফেঁসে গেলেন রণবীর, ইডির তলব

অনলাইন গেমিংকাণ্ডে ফেঁসে গেলেন রণবীর, ইডির তলব

রণবীর কাপুর

আইনি জটিলতায় ফেঁসে যাওয়াটা বলিউড তারকাদের জন্য নতুন কিছ না। এর আগে অনেকের নাম জড়িয়েছে। এবার নাম উঠল রণবীর কাপুরের। অনলাইন গেমিংকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে তলব করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী শুক্রবার ইডির দফতের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রণবীরকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটার তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই তালিকাতে আছেন ঋষিপুত্র।

চলতি বছর সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপে প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। একই সময়ে মহাদেব অ্যাপের সাফল্য উদ্‌যাপনেও পার্টি রেখেছিলেন সৌরভ। সেখানেও বসেছিল বলিউড তারকাদের আসর। মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে তারকাদের প্রশ্ন করতে চায় ইডি। পাশাপাশি, অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে তারা ওয়াকিবহাল কি না, সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রণবীর ছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন আরও ১৫-২০ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতারা।

এর আগে সানি লিওন দোষী হয়েছিলেন একই দোষে। তিনিও সৌরভের বিয়েতে দাওয়াত পেয়েছিলেন। স্বামী সন্তান নিয়ে বেশ সেজুগুজে বিয়ে খেতে গিয়েছিলেন। ওই বিয়েতে অংশ নিয়েই রণবীরের দশা হয়েছিল তার।