মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালকের সাথে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালকের সাথে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালকের সাথে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. গোলাম সারওয়ার সেদেশের ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী  কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার মালয়েশিয়ায় নিয়োগপ্রাপ্ত বাংলাদেশী কর্মীদের মালয়েশিয়ার ভিসা ইস্যুর ক্ষেত্রে চলমান ধীরগতির কথা উল্লেখ করে মালয়েশিয়ায় নতুন বাংলাদেশী কর্মীদের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে দ্রুততার সাথে ই-ভিসা ইস্যু করার জন্য অনুরোধ জানান। এ বিষয়ে  মহাপরিচালক, ইমিগ্রেশন শিগগিরই টাস্কফোর্স গঠনের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে মালয়েশিয়ার ভিসা ইস্যু করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করে কর্মী নিয়োগ ক্ষেত্রে চলমান প্রক্রিয়াকে দ্রুততার সাথে সম্পন্ন করার বিষয়ে হাইকমিশনারকে আশ্বাস প্রদান করেন।

এ সময় বিদায়ী হাইকমিশনারের সাথে ডেপুটি হাইকমিশনার মো. খোরশেদ আলম খাস্তগীর, শ্রম মিনিস্টার মো. নাজমুছ সাদাত সেলিম, শ্রম কাউন্সিলর শরিফুল ইসলাম, রাজনৈতিক কাউন্সিলর ও দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী এবং কন্স্যুলার জি এম রাসেল রানা ছাড়াও মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক (নীতি এবং পরিকল্পনা), পরিচালক (ফরেন ওয়ার্কার্স) পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস