যশোরে স্বাস্থ্য বিধি না মানায় গণপরিবহনের ৫চালকের বিরুদ্ধে মামলা

যশোরে স্বাস্থ্য বিধি না মানায় গণপরিবহনের  ৫চালকের বিরুদ্ধে মামলা

ছবিঃ সংগ্রহীত

যশোর প্রতিনিধি:যশোরে স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করায় ৫ চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ।

সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক সুভেন্দু কুমার জানান,ট্রাফিক পুলিশ আজ সকালে খাজুরা বাসস্ট্যান্ড থেকে মাগুরাগামী একটি গণ পরিবহনকে অতিরিক্ত যাত্রী নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আটক করে । একইভাবে দুপুরে শহরের চাঁচড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা একটি গনপরিবহন দ্বিগুন যাত্রী নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাওয়ার সময় কর্তব্যরত সার্জেন্ট গাড়ীটিকে চাঁচড়া মোড়ে আটক করে। এছাড়া বিকালে  মুড়লীর মোড়,মনিহার বাসস্ট্যান্ড,পালবাড়ী মোড়ে একই ভাবে  অতিরিক্ত যাত্রী বহনের দায়ে আরও ৩ টি গণপরিবহনকে আটক করে । এই ৫ টি গনপরিবহন চালককে আটক করে মামলা দেয় ট্রাফিক পুলিশ এবং প্রাথমিক ভাবে সতর্ক করে দেয়া হয়।