রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান : প্রধানমন্ত্রীকে দেশটির শীর্ষ কর্মকর্তা

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান : প্রধানমন্ত্রীকে দেশটির শীর্ষ কর্মকর্তা

সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সাথে সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার কোমুরা মাসাহিরো এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সম্পর্কে সাংবাদিকদের জানান।

তিনি বলেন, কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া স্থানীয় বাংলাদেশীদেরও সহায়তা করতে চায় জাপান।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্থায়ী ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের স্থায়ী সমাধানে অব্যাহত প্রচেষ্টার জন্য জাপানকে ধন্যবাদ জানান।
সূত্র : ইউএনবি