মধুমতি নদীতে আটকে পড়া ১৮ নাবিক উদ্ধার

মধুমতি নদীতে আটকে পড়া ১৮ নাবিক উদ্ধার

মধুমতি নদীতে আটকে পড়া ১৮ নাবিক উদ্ধার

খুলনায় মধুমতি নদীতে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।জাতীয় জরুরি সেবা ৯৯৯’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ লাখ লিটার ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার দৌলতপুর ডিপোতে যাচ্ছিল এমটি নুরজাহান-২ নামে একটি জাহাজ।খুলনার দীঘলিয়া থানার মধুমতি-ভৈরব নদীর সংযোগস্থলে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ইঞ্জিন রুমে পানি ঢুকে ভরে যায়।

রবিবার (৮ অক্টোবর) সকালে রাজু নামে জাহাজটির একজন নাবিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান। তিনি জানান জাহাজে তারা ১৮ জন স্টাফ রয়েছেন।কেএমপি সদর নৌ থানার উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) রিয়াজের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল ইমন রতন বড়ুয়া।

কনস্টেবল ইমন তাৎক্ষণিকভাবে নৌপুলিশের নিয়ন্ত্রণকক্ষ এবং কোস্টগার্ডের নিয়ন্ত্রণকক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।সংবাদ পেয়ে কেএমপি সদর নৌ থানার একটি উদ্ধারকারী দল এবং খুলনা কোস্টগার্ডের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে।

সূত্র : ইউএনবি