অপরিপক্ক বা জমজ শিশুদের জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট : সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা

অপরিপক্ক বা জমজ শিশুদের জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট : সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা

অপরিপক্ক বা জমজ শিশুদের জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট : সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা

যশোর পুলেরহাটস্থ ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ’Normal Newborn Baby Care’ শীর্ষক সাইন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসরা বলেছেন সময়ের আগে জন্ম নেয়া অপরিপক্ক বা জমজ শিশুদের জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট।

সোমবার (৯ অক্টেবর) সকালে হাসপাতাল মিলনায়তনে সেমিনারের আয়োজন করে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম আবু আহসান।তিনি তার বক্তব্যে এই ধরনের সেমিনার নিয়মিত করার ব্যাপারে তাগিদ দেন।

সভাপতিত্ব করেন হাসপাতালের নবনিযুক্ত পরিচালক গাইনী বিশেষজ্ঞ ডা. মো: ইমদাদুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর-রশিদ ও আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের উপ-পরিচালক ডা. মো: মিনহাজুর রহমান।অনুষ্ঠানে কি নোট স্পীকার ছিলেন শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: এহসানুল কবীর।

মুল প্রেজেন্টেশনের ওপর মতামত ব্যক্ত করেন শিশু বিশেষজ্ঞ ডা. কাজী জামির হোসেন, ডা. মো: আফজাল হোসেন খান, ডা. কিশোর কুমার বিশ্বাস ও ডা. মো: ইমতিয়াজ পারভেজ।

আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে উৎপাদিত শিশু রোগের ওষুধের ওপর প্রেজেন্টেশন করেন প্রডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোহরা কনা।সঞ্চালনা করেন শিশু বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. রিশা হক ফারিয়া।সেমিনারে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, সিনিয়র নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।