বাংলাদেশের সামনে পাহাড়সম ৩৬৫ রানের টার্গেট

বাংলাদেশের সামনে পাহাড়সম ৩৬৫ রানের টার্গেট

ফাইল ছবি

শুরু থেকেই টাইগার বোলারদের পাত্তা দেয়নি ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও মালানের ১১৫ রানের জুটি ভাঙলেও হাল ধরেন মালান-জো রুট। তাদের ১৫১ রানের জুটিতে বড় সংগ্রহের পথে আগায় ইংলিশরা।

শেষ দিকে ইংল্যান্ড নিয়মিত বিরতিতে ‍উইকেট হারাতে থাকলেও বড় সংগ্রহ পেতে খুব একটা বেগ পেতে হয়নি। ডেভিড মালানের ১৪০, জো রুটের ৮২ ও বেয়ারস্টো’র ৫২ রানে ভর করে টাইগারদের ৩৬৫ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান। শরীফুল ইসলাম পেয়েছেন তিন উইকেট। আর টাইগার কাপ্তান সাকিব আল হাসান নিয়েছেন একটি উইকেট। তাসকিন আহমেদও পেয়েছেন একটি উইকেট।

ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড মোট ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। দুদলের মাঠের লড়াইয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে ১৯ বার জিতেছে জশ বাটলারের দল। অন্যদিকে মাত্র ৫ বার জয়ের দেখা পেয়েছে সাকিব বাহিনী। ওয়ানডে বিশ্বকাপে চারবারের দেখায় উভয় দল দু'টি করে ম্যাচ জিতেছে।