ত্রিশালে ৬ জনকে পিষে মারা সেই চালক আটক

ত্রিশালে ৬ জনকে পিষে মারা সেই চালক আটক

সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ছয়জনকে পিষে মারা ঘাতক বাসচালক ওবায়দুল্লাহকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ত্রিশালের বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, আটককৃত চালকের কোনো লাইসেন্স ছিল না।

আটককৃত ওবায়দুল্লাহ ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. সূর্য্যত আলীর ছেলে।

এদিকে নিহত ছয়জনের মধ্যে আগে পাঁচজনের পরিচয় মিললেও গার্মেন্টস কর্মী রিপা আক্তারের (২৮) পরিচয় মিলেছে গতকাল সন্ধ্যায়। তিনি ত্রিশাল সদরের সতেরপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে। দুর্ঘটনায় নিহত ছয়জনের পাঁচজনই গার্মেন্টস কর্মী।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার খায়রুজ্জামান লিটন (২৮), বাড়েরারপাড় ভাটিপাড়া এলাকার শিমুল আহমেদ জয় (২০), ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের হদ্দের ভিটা গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী জেসমিন আক্তার (২১), সাখুয়া ইউনিয়নের গন্ডখোলা এলাকার বখতিয়ার হোসাইন সোহেল (৩৫), ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের মারুয়াখালি এলাকার আলতাব হোসেন (৬০)। তাদের মধ্যে আলতাব হোসেন গাজীপুরে কসাইয়ের কাজ করেন এবং বাকিরা ভালুকায় বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করেন।