চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

সংগৃহীত

চুয়াডাঙ্গায় মাদক মামলায় রাশিদা নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হুমায়ুন কবির সরকার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত রাশিদা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ আগস্ট সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া ফার্মপাড়ার রাশিদার বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার বসতঘরে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদক আইনে মামলা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর রাশিদাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন বিচারক।