ভারতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত অন্তত ১২

ভারতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত অন্তত ১২

সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ট্রাক-মিনিবাস সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত দুই ডজন মানুষ। রোববার (১৫ অক্টোবর) সকালে রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দুর্ঘটনাকবলিত ওই বাসটি ৩৫ জন যাত্রী ভ্রমণ করছিলেন। তারা বুলধানা জেলার সাইলানি বাবা দরগা পরিদর্শন করে নাসিকে ফিরছিলেন। এসময় এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী একটি মিনি-বাস একটি কন্টেইনার ট্রাককে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ৭ জনই নারী ও শিশু।

দুর্ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাসের চালকও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে বলেছে, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।