মুক্তির আগেই মহেশের সিনেমার আয় ২২৫ কোটি

মুক্তির আগেই মহেশের সিনেমার আয় ২২৫ কোটি

সংগৃহীত

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক‌্যারিয়ারে অনেক ব‌্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। মহেশ বাবুকে নিয়ে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘গুন্তুর করম’ সিনেমা। ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন তারা।

অ্যাকশন-কমেডি-ড্রামা ঘরানার এ সিনেমা ২০২৪ সালের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। কিন্তু মুক্তির আগেই ২০০ কোটি টাকার বেশি আয় করেছে এটি।

ওটিটি প্লে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গুন্তুর করম’ সিনেমার থিয়েট্রিকাল রাইটস ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। মহেশ বাবু অভিনীত কোনো সিনেমার সর্বোচ্চ আয় এটি। আর ওটিটি রাইটস বিক্রি হয়েছে ৫০ কোটি রুপিতে। এখন পর্যন্ত যার মোট আয় দাঁড়িয়েছে ১৭০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২২৫ কোটি ১৪ লাখ টাকার বেশি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা প্রদেশে ‘গুন্তুর করম’ সিনেমার থিয়েট্রিকাল সত্ত্ব ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। আঞ্চলিক সিনেমা হিসেবে এটি রেকর্ড গড়েছে।

সিনেমাটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। তা ছাড়াও অভিনয় করছেন— জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন এস রাধা কৃষ্ণা।

মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকারু ভারি পাতা’। পরশুরাম পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। গত বছরের ১২ মে মুক্তি পায় সিনেমাটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২৩০ কোটি রুপি।