ফিলিস্তিনের সাথে একাত্মতা জানিয়ে সব ফুটবল ম্যাচ স্থগিত আলজেরিয়ার

ফিলিস্তিনের সাথে একাত্মতা জানিয়ে সব ফুটবল ম্যাচ স্থগিত আলজেরিয়ার

ফিলিস্তিনের সাথে একাত্মতা জানিয়ে সব ফুটবল ম্যাচ স্থগিত আলজেরিয়ার

ইসরাইলি বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের জনগণের সাথে একাত্মতা প্রদর্শনের জন্য সবধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে আলজেরিয়া।

বুধবার আলজেরিয়ান ফুটবল ফেডারেশন (এফএএফ) জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত সমস্ত ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।এফএএফ বলেছে, এই সিদ্ধান্ত গাজায় বর্বর ইহুদিবাদী হামলার শিকারদের শ্রদ্ধেয় এবং শহীদদের স্মৃতিকে সম্মান করে।

এর আগে রোববার দক্ষিণ আফ্রিকার দেশটির ফুটবল সংস্থা জানিয়েছিল, তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ফিলিস্তিনি জাতীয় ফুটবল দলের সকল অফিসিয়াল এবং আন-অফিসিয়াল ম্যাচ আয়োজন করতে সম্মত হয়েছে।আলজেরিয়ার ফুটবল সংস্থান প্রধান ওয়ালিদ সাদি বলেছেন, আলজেরিয়া ২১ নভেম্বর ফিলিস্তিন বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি আয়োজন করবে।

মঙ্গলবার ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে বোমা হামলা কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনিদের দাবি, এ হামলা ইসরাইল চালিয়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে ইসরাইলের গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণে আহত হাজার হাজার রোগী এবং অন্য বেসামরিক নাগরিকদের হাসপাতালটিতে চিকিৎসা দেয়া হয়েছিল।
সূত্র : মিডেল ইস্ট মনিটর