নল‌ছি‌টি‌তে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

নল‌ছি‌টি‌তে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

ছবিঃ সংগৃহীত।

শারদীয় দুর্গাপূজা উৎসবের আজ মহানবমী চলছে মণ্ড‌পে মণ্ড‌পে করছে মা দুর্গার কাছে আরদনা, বাজছে বিদায়ী সুর, এ মাহেন্দ্রক্ষণে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ উপভোগ করতে পূজামণ্ড‌পে পরিদর্শন করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

সোমবার (২৩শে অক্টোবর) ঝালকাঠির নলছিটি উপজেলার শ্রী শ্রী তাঁরাম‌ন্দিরসহ এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে রা‌তে নাচনমহল বাজারে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন এবং সাংস্কৃতিক ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন জেলা পুলিশ সুপার।

পূজা কমিটির সভাপতি বাবু অসিম কুমার স্বর্ণকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিদুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন আপনাদের সকল সু‌যোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ তথা ঝালকাঠি জেলা পুলিশ সর্বদা প্রস্তুত। কোন ব্যক্তি অপ্রী‌তিকর ঘটনা ঘটাতে চেষ্টা করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আলম খান কামাল, নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেলিম, মো. মস্তফা কামাল (ওসি ডিবি), মো. মনিরুজ্জামান জেলা ডিবি প্রধান ঝালকাঠি, সাংবা‌দিক ও স্থানীয় সুধীজন ।