মালয়েশিয়ার চিফ অব প্রটোকলে বাংলাদে‌শি দূতের প‌রিচয়পত্র পেশ

মালয়েশিয়ার চিফ অব প্রটোকলে বাংলাদে‌শি দূতের প‌রিচয়পত্র পেশ

সংগৃহীত

মাল‌য়ে‌শিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল দাতুক মোহাম্মদ এ‌্যা‌নি বিন আতা‌নের কা‌ছে দেশ‌টি‌তে নবনিযুক্ত বাংলাদে‌শের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান তার পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছেন।

মঙ্গলবার (২৪ অ‌ক্টোবর) মাল‌য়ে‌শিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকলের দপ্ত‌রে বাংলা‌দে‌শি নব‌নিযুক্ত হাইক‌মিশনার তার পরিচয়পত্র পেশ ক‌রেন।

কুয়ালালামপু‌রের বাংলা‌দেশ হাইক‌মিশন জানায়, পরিচয়পত্র পেশ কর‌তে গি‌য়ে চিফ অব প্রটোকল ও হাইক‌মিশ‌নের ম‌ধ্যে হওয়া কা‌র্টে‌সি বৈঠ‌কে উভয়পক্ষ দুদে‌শের দ্বিপক্ষীয় সম্পর্ক নি‌য়ে স‌ন্তোষ প্রকাশ ক‌নরে। এ সময় হাইক‌মিশ‌নের কাউন্সিলর (রাজ‌নৈ‌তিক) ফারহান আহমেদ চৌধুরী উপ‌স্থিত ছি‌লেন।

ইতা‌লি‌তে রাষ্ট্রদূ‌তের দা‌য়ি‌ত্বে থাকা কূটনী‌তিক শামীম আহসানকে গত ৬ জুলাই মাল‌য়ে‌শিয়ায় বাংলা‌দে‌শের নতুন হাইক‌মিশনার করার সিদ্ধা‌ন্তের কথা জানায় সরকার। গত পাঁচ দিন আগে নতুন কর্মস্থ‌লে যোগ দি‌তে মাল‌য়ে‌শিায় যান আহসান। চল‌তি সপ্তা‌হে তি‌নি হাইক‌মিশ‌নে যোগ দেন।

বিসিএস ১১তম ব্যাচের এ কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনের দায়িত্ব পালন করেন।