কুড়িগ্রামে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরের একটি বাড়ি থেকে সাজিরন বেওয়া (৮০) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সকালে ঘোগাদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর রসুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে ঐ বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ তৈয়ব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেশী তৈয়ব আলী বলেন, গত রাতে বাড়িতে ঐ বৃদ্ধা এবং তার এক পুত্রবধূ ছিলো। বাকি দুই পুত্রবধূ আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। যে ছেলের বউ বাড়িতে ছিলো তার স্বামী টাঙ্গাইলে থাকে। রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা।

বা‌ড়িতে থাকা বৃদ্ধার পুত্রবধূ আফরোজার বরাতে সদর থানার ও‌সি মাসুদুর রহমান জানান, বৃদ্ধার সাথে কারও কোনও বিরোধ ছিল না। তার কা‌ছে গরু ও ধান বি‌ক্রির টাকা ছিল। সে টাকা তি‌নি নি‌জের কাছেই রাখতেন। এই টাকার জন‌্য কেউ তাকে হত‌্যা করে থাক‌তে পা‌রে। বিষয়‌টি পু‌লিশ যাচাই করে দেখছে।

 

ও‌সি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‌্য ম‌র্গে পাঠানো হ‌চ্ছে। এ ব‌্যাপারে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন।