সংসদে বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল, ২০২৩ উত্থাপন

সংসদে বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল, ২০২৩ উত্থাপন

সংসদে বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল, ২০২৩ উত্থাপন

জাতীয় সংসদে ‘বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের প্রস্তাব করেন।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামরিক শাসনামলে জারীকৃত কতিপয় অধ্যাদেশের বিষয়ে মন্ত্রিসভার নির্দেশনার প্রেক্ষিতে ‘দ্য পুলিশ (নন-গেজেটেড এমপ্লয়ীজ) ওয়েলফেয়ার ফান্ড অর্ডিন্যান্স, ১৯৮৬’ রহিতক্রমে হালনাগাদ করে বাংলায় ‘বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল আইন, ২০২৩’ প্রচলন করা প্রয়োজন। এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তরকালে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রক্ষায় কিছু ধারা সংশোধন/পরিমার্জন করার প্রস্তাব করা হয়েছে। এই আইনটির মাধ্যমে পুলিশের কনস্টবল হতে পদোন্নতি প্রাপ্ত সাব-ইন্সপেক্টর এবং নন পুলিশ পদাধিকারী সকল কর্মচারী ও পরিবারের জন্য বিভিন্ন আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে যা তাদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।

বর্ণিত উদ্দেশ্য ও কারণে আইনটি প্রণয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ পুলিশ (অধস্তন কর্মচারী) কল্যাণ তহবিল আইন, ২০২৩’ শীর্ষক বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।পরে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

সূত্র : বাসস