নীলফামারীতে ৩ দিনের ইজতেমার সমাপ্তি

নীলফামারীতে ৩ দিনের ইজতেমার সমাপ্তি

সংগৃহীত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলীগ জামাতের তিনদিনের ইজতেমা। এতে জনকল্যাণে মোনাজাত করেন তাবলিগ জামাত ঢাকার মাওলানা, সাইদুল ইসলাম।

 উপস্থিত ছিলেন সিংগাপুর, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, সৌদি আরব, হাপসাসহ বাংলাদেশের একাধিক তাবলিগ জামাতের আমির। এই ইজতেমায় অংশ নেন নীলফামারী জেলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা মুসলিমরা।

তাবলীগ জামাতের এই ইজতেমাকে বলা হয় হজের পরে মুসলমানদের বড় ধর্মীয় জামাত। প্রতি বছরই নীলফামারীর টেক্সটাইল মাঠে আয়োজন করা হয় এই ইজতেমা এবং সেখানে লাখ লাখ মুসলিম এসে যোগ দেন। তিনদিন ধরে সৃষ্টিকর্তার ইবাদত এবং সর্বশেষ দেশ ও বিশ্ব মানবকল্যাণে মোনাজাতের মধ্য দিয়ে শেষ করা হয়।

২৬ অক্টোবর শুরু হয়ে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোনাজাত করা হয়।  এর আগে ইজতেমা মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ ও পুলিশ সুপার (এসপি) গোলাম সবুর।