মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

সংগৃহীত

আফ্রিকার দেশ মিসরের মহাসড়কে বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় মিডিয়া আল-আহরাম নিউজ এ খবর জানিয়েছে।

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াদি আল-নাত্রুনের কাছে কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমির সড়কে একটি ভয়াবহ সংঘর্ষের ফলে ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে কমপক্ষে ১৮ জন পুড়ে গেছে। ঘটনায় কমপক্ষে আরও ৫৩ জন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরও দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

মিসরে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটির রাস্তাগুলো প্রায়শই খারাপ এবং মেরামতের মধ্যে থাকে। রাস্তা নির্মাণে বেশিরভাগ সময়ই হাইওয়ে কোড মেনে চলা হয়না।

মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।