বিএনপির হামলায় পুলিশ নিহত, দুই আসামি গ্রেফতার

বিএনপির হামলায় পুলিশ নিহত, দুই আসামি গ্রেফতার

সংগৃহীত

রাজধানীর পল্টনে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের হামলায় পুলিশ কনস্টেবল মোঃ আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে জানাজায় অংশ নিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দুই আসামি গ্রেফতারের তথ্য দেন।

  গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধার পলাবাড়ি পৌর যুবদলের আহবায়ক শামীম রেজা ও ডেমরা থেকে মোহাম্মদ সুলতান।

ডিএমপি কমিশনার হুশিয়ারি দিয়ে বলেন, আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের সর্বচ্চ শাস্তি নিশ্চিত করব। আইজিপি স্যারের নির্দেশক্রমে দুইজন আসামি, যারা হত্যাকান্ডে যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। 

নিহতের পরিবার ডিএমপি পরিবারের অংশ জানিয়ে কমিশনার বলেন, তার একটা ছয় বছরের বাচ্চা ও স্ত্রী এখানে উপস্তিত আছে। ৩৩ বছর বয়সি পারভেজ জীবন দিয়েছেন, তার বৃদ্ধ পিতা-মাতা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় মনে করি আমরা একটি পরিবার। পরিবারের প্রধান হিসেবে বলতে চাই, পারভেজের পরিবার এখন আমাদের পরিবার।

এসময় কমিশনার জানান, নিহত পারভেজের মেয়ের লেখাপড়া, বড় হওয়া সব দায়-দায়িত্ব আমরা ডিএমপি থেকে নেব। তার বাড়িতে ঘর নেই, তার পরিবারের যা যা দরকার আমরা দেব।