মেয়ের বিয়ের কথাবার্তা বলা হলো না রিয়াজ সরদারের

মেয়ের বিয়ের কথাবার্তা বলা হলো না রিয়াজ সরদারের

পাবনা প্রতিনিধি

রিয়াজুল সরদার তার মেয়ের বিয়ের কথাবার্তা জামাইয়ের সাথে আর বলতে পারলেন না। চলন্ত ট্রেন তার সে আশা পূরণ করতে দিল না। জামাই বাড়িতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে  সবজি ব্যবসায়ী রিয়াজুল সরদার মারা গেলেন।

সোমবার (১৫ জুন) সন্ধ্যার দিকে ঈশ্বরদী-পাকশী রেল লাইনের মাঝামাঝি বাঘইল দোতলা সাঁকোর উপর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রিয়াজুল সরদার (৫৩) ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাবুলচারা  গ্রামের মৃত রেজান সরদারের ছেলে।

জানা যায়, নিহত রিয়াজুল ঈশ্বরদীর পাকশীর বাঘইল কলপাড়ায় ভাগ্নি জামাই আব্দুর রশিদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য শহরে আসেন। ঈশ্বরদী হতে রেললাইনের উপর দিয়ে হেঁটে জামাই বাড়িতে যাওয়ার পথে পেছন থেকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রিয়াজুলের ছেলে সবুজ জানায়, বোনের বিয়ের কথাবার্তা বলার জন্য তার বাবা ফুফাতো দুলাভাই আব্দুর রশিদের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি হতে বের হয়েছিলেন

ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের অফিসার ইনচার্জ গোপাল চন্দ্র খবর পেয়ে লাশ উদ্ধার করে।