রিজভীর নেতৃত্বে রামপুরায় পিকেটিং

রিজভীর নেতৃত্বে রামপুরায় পিকেটিং

সংগৃহীত

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী রামপুরা বিশ্বরোডে সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকাল ৮টায় এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

এ সময় আরও ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি শামসুল ইসলাম শামসু, ফয়েজ আহমেদ, যুবদলের দীপু সরকার, রামপুরা থানা বিএনপির হেলাল কবির, সোহেল রানা, রেজাউল করিম, নীলুফা ইয়াসমিন নীলু, ২৩নং ওয়ার্ড বিএনপির মো. তৌহিদ হোসেন, মো. নজরুল ইসলাম, রামপুরা থানা যুবদলের মোহাম্মদ দুলু প্রমুখ।

এ সময় রিজভী বলেন, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি করে, হত্যা করে,দমন নিপীড়ন করে এ আন্দোলন দমানো যাবে না। এবার জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।