তিন চাকার দখলে কুষ্টিয়া মহাসড়ক

তিন চাকার দখলে কুষ্টিয়া মহাসড়ক

সংগৃহীত

বিএনপি’র ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির কারণে কুষ্টিয়ার মহাসড়কগুলো তিন চাকার যানবাহনের দখলে চলে গেছে। অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে কুষ্টিয়া অঞ্চলে দূরপাল্লার রুটে কোনো বাস চলাচল করছে না।

এ কারণে দুর্ভোগে পড়া যাত্রী সাধারণ ছোট দূরত্বে ভেঙে ভেঙে ছোট যানবাহনে যাতায়াত করছে। এজন্য মহাসড়কে বেড়েছে তিন চাকার সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। বলা যায় তাদের দখলে কুষ্টিয়া-ঢাকা, কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-রাজশাহী জাতীয় মহাসড়ক।

এসব মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকায় অন্য সময়ে লুকিয়ে চলাচল করতে হয়। অবরোধের কারণে এখন তারা প্রকাশ্যে চলাচল করছে। জামসের নামে এক অটোচালক বলেন, এই দুইদিনে ভাড়া ভালই হচ্ছে। উপার্জনও হয়েছে বেশি। মঙ্গলবার ১ হাজার ৬০০ টাকা আয় হয়েছে।

অন্যদিকে, এসব তিন চাকার পরিবহনে বাড়তি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

এদিকে, দ্বিতীয় দিনেও বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। অবরোধের প্রথম দিনে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা নাশকতা মামলায় গ্রেফতার হওয়ায় অনেকেই নিজেকে আড়াল করে রেখেছেন। আর নাশকতা প্রতিরোধে শহরে ও মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতি দেখা যাচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই