রাফা সীমান্ত খুলতে পারে, চিকিৎসার সুযোগ পাবেন ফিলিস্তিনিরা

রাফা সীমান্ত খুলতে পারে, চিকিৎসার সুযোগ পাবেন ফিলিস্তিনিরা

রাফা সীমান্ত খুলতে পারে, চিকিৎসার সুযোগ পাবেন ফিলিস্তিনিরা

বিবিসির কূটনৈতিক প্রতিবেদক জেমস ল্যান্ডেল বলেন, গত ৭ অক্টোবর হামাসের হামলা এবং সেটির জবাবে ইসরাইলের পাল্টা হামলার পর থেকে গাজার সীমান্ত বেশিরভাগ সময় বন্ধই থেকেছে।কিন্তু ওই অঞ্চলে থাকা অনেক সূত্র জানিয়েছে যে- রাফায় গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত আজ থেকেই খুলতে পারে। এর ফলে গুরুতর আহত ফিলিস্তিনিরা মিশরে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর বলেছে, তারা গাজায় আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের সীমান্ত খুলে দেয়া এবং সীমিত আকারে যাতায়াতের বিষয়ে অবহিত করেছেন।কিন্তু সীমান্ত খুলে দেয়ার বিষয়টি কিভাবে ব্যবস্থাপনা করা হবে এবং কাদেরকে গাজা ত্যাগের অনুমতি দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিদেশী নাগরিকদের গাজা ত্যাগের বিষয়ে সমঝোতার ক্ষেত্রে ‘ভালো অগ্রগতি’ হয়েছে।মিশর এখনো পর্যন্ত সীমান্ত খুলতে অসম্মতি জানিয়ে এসেছে। সীমান্ত খুলে দেয়া হলে বহু শরণার্থী দেশটিতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করেছে দেশটি।