মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

সংগৃহীত

রাজধানীর মিরপুর ১২ নম্বরের ভিসা ট্রেনিং সেন্টারের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, রাজধানীর মিরপুর ১২ নম্বরের ভিসা ট্রেনিং সেন্টারের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর এখনও জানা যায়নি।

এর আগে, সন্ধ্যায় শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ বলছে, দুস্কৃতিকারীরা যাত্রীবেশে বাসে উঠে আগুন লাগিয়ে নেমে যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) ইমরুল বলেন, সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।