ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে জর্ডান

ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে জর্ডান

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল-সাফাদি

গাজা উপত্যকায় ‘মানবিক বিপর্যয়’ এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধে ক্রমবর্ধমান বেসামরিক নিহতের প্রতিবাদে বুধবার ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে জর্ডান।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল-সাফাদি রাষ্ট্রদূত রাসান আল-মাজালিকে রাজধানী আম্মানে ফিরে যেতে বলেছেন।এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়।ইসরাইলের যুদ্ধে গাজায় নিরপরাধ মানুষের প্রাণ যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় ইসরাইল অভূতপূর্ব মানবিক বিপর্যয় ঘটাচ্ছে।’

ইসরাইলি রাষ্ট্রদূত রোজেল রাচম্যানকে আম্মানে ফিরে না যাওয়ার জন্য তাদের ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে জর্ডান।এর আগে, নিরাপত্তাজনিত কারণে রোজেল রাচম্যানকে সাময়িকভাবে ইসরাইলে ফেরত নেয়া হয়েছিল।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত আট হাজার ৮০০ লোক নিহত হয়েছে। আহত হয়েছে ২২ হাজারেরও বেশি লোক।
সূত্র : টাইমস অব ইসরাইল এবং অন্যান্য