হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পরিচালক গৌতম হালদার

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পরিচালক গৌতম হালদার

পরিচালক গৌতম হালদার

ভারতের বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার আর নেই। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭। তার মৃত্যুতে টলিউড ও নাট্যজগতে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার সকালে গৌতম হালদার অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

২০০৩ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম ছবি ‘ভালো থেকো’। এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালান, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ। পাশাপাশি নাটকের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ কেরিয়ারে তিনি প্রায় ৮০টি নাটকের নির্দেশক ছিলেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা