কাহালু পৌর মেয়র আবদুল মান্নান গ্রেফতার

কাহালু পৌর মেয়র আবদুল মান্নান গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

বগুড়ার কাহালু পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান ওরফে ভাটা মান্নানকে (৫৮) গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে কাহালু পৌর এলাকা থেকে ধরে নিয়ে যায়।

রোববার সন্ধ্যায় কাহালু থানার ওসি মাহমুদ হাসান তার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা জানান, গত ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কাহালু পৌরসভার নির্বাচনে আবদুল মান্নান ধানের শীষ প্রতীকের প্রার্থী হন। তিনি নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন কবিরাজকে ৯৪৬ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। সম্প্রতি বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে তার বিরুদ্ধে কাহালু থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে এ মামলা করে।

 

গত শনিবার সন্ধ্যায় বগুড়া ডিবি পুলিশ কাহালু পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়। এর আগে একটি হামলার মামলায় চার্জশিট হওয়ায় গত বছরের ২১ আগস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করেছিল।