সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় আক্রান্ত

সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনায় আক্রান্ত

ছবি:সংগৃহীত

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল করোনা ভাইরাসে  আক্রান্ত  হয়েছেন। তিনি এখন চট্টগ্রামের  নিজ বাসাতে আইসোলেশনে আছেন।

চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ের একটি সূত্র শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। তবে নাফিস ইকবালের পারিবারিক একটি সূত্র জানিয়েছেন তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

সূত্র জানায়, নাফিস ইকবাল গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন। ফলে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। বাসায় আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন।

সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

করোনা মহামারির শুরু থেকেই দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন তামিম ইকবাল ও নাফিস ইকবাল। দাড়িয়েছেন চট্টগ্রামের দুস্থ মানুষ ও খেলোয়াড়দের পাশে।