অবরোধ সমর্থনে রাজধানীর গোপীবাগে ছাত্রদলের মিছিল

অবরোধ সমর্থনে রাজধানীর গোপীবাগে ছাত্রদলের মিছিল

সংগৃহীত

বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর গোপীবাগে রেললাইন অবরোধ ও পিকেটিং করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার অবরোধের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা রেলপথ অবরোধ ও পিকেটিং করে।

রেলপথ অবরোধ ও পিকেটিংয়ের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, 'দেশনায়ক তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, যদি আপনি বা আপনারা রাজপথে মিছিল-পিকেটিং এ অংশ নিতে না পারেন তাহলে প্রয়োজনে বাড়িতে অবস্থান নিন। আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন যানবাহন রাস্তায় চলবে না। এটাই হোক আপনার প্রতিবাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমান, মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের মো. আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান-সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ।