ঢাকায় টেনিসের দু'টি অল ভারত ফাইনাল

ঢাকায় টেনিসের দু'টি অল ভারত ফাইনাল

সংগৃহীত

বিশ্ব টেনিস ট্যুর জুনিয়র গ্রুপ-৫ এর ফাইনাল আগামীকাল। শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক এককে অনুষ্ঠিত হবে অল দক্ষিণ কোরিয়া আর দ্বৈতে অল ভারত ফাইনাল।

বৃহস্পতিবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার জু হুন চু ৭-৫ ও ৬-১ গেমে একই দেশের ইয়ে চ্যান চোইকে এবং দক্ষিণ কোরিয়ার জি সুং লি একই দেশের দং চিয়েন ইওমকে ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠে।

বালক দ্বৈতের ফাইনাল নিশ্চিত করেছে ভারতের প্রবীর মুকেশ চাভদা ও নাশিক রেড্ডি গণগামা এবং একই দেশের তাভিশ পাহওয়া ও অর্নব যাদব জুটি।

বালিকা এককের সেমিফাইনালে ভারতের আলেনা ফরিদ ৬-৩ ও ৬-৩ গেমে একই দেশের অ্যাঞ্জেল প্যাটেলকে এবং নেপালের সুনিরা থাপা ৬-৩ ও ৬-০ গেমে ভারতের দেবাংশী গোহিলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বালিকা দ্বৈতে অবশ্য অল ভারত ফাইনাল। আলেনা ফরিদ ও অরাধ্য ভার্মা এবং দেবাংশী গোহিল ও অ্যাঞ্জেল প্যাটেল জুটি।