গাজার বৃহত্তম হাসপাতালে ইসরায়েলের হামলা

গাজার বৃহত্তম হাসপাতালে ইসরায়েলের হামলা

সংগৃহীত

অবরুদ্ধ গাজার বৃহত্তম হাসপাতালটির প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাস। গাজার হামাস সরকার এবং আল-শিফা হাসপাতালের পরিচালক হামলার জন্য ইসরায়েলি সেনাদের দায়ী করেছে। ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।  আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন যে, কম্পাউন্ডের প্রসূতি ওয়ার্ডে হামলায় দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

হামাস সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আজকে আল-শিফা কম্পাউন্ডে ইসরায়েলি হামলায় ১৩ জন শহীদ এবং কয়েক ডজন আহত হয়েছে।’ বৃহস্পতিবার ইসরায়েল হাসপাতালের কাছে ভারী লড়াইয়ের কথা জানিয়েছিল। সংঘাতে হামাসের কয়েক ডজন সদস্যকে হত্যা করা হয়েছে এবং টানেল ধ্বংস  করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ।

আবু মোহাম্মদ নামে গাজার এক বাসিন্দা বলেন, ‘কোনো জায়গাই এখন আর নিরাপদ নয়। সেনারা আল-শিফা হাসপাতালে হামলা করেছে। কী করতে হবে আমি জানি না। হাসপাতালে গোলাগুলি চলছে। আমরা বাইরে যেতে ভয় পাচ্ছি।’