বরিশালে উদ্ধার হওয়া ৩৪ কেজির কচ্ছপ কীর্তনখোলায় অবমুক্ত

বরিশালে উদ্ধার হওয়া ৩৪ কেজির কচ্ছপ কীর্তনখোলায় অবমুক্ত

ছবিঃ সংগৃহীত।

বরিশালে ৩৪ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিপুর বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান বলেন, রাতে কচ্ছপটি বিক্রির জন্য কাশিপুর বাজারে নিয়ে আসা হয়। পরে স্থানীয়রা সেটি দেখে সন্দেহ হলে কচ্ছপটি জব্দ করে পুলিশে খবর দেয়। বিষয়টি টের পেয়ে কারবারি পালিয়ে যান। পরে পুলিশ বন বিভাগে খবর দেয়। বনবিভাগের কর্মকর্তারা এসে কচ্ছপটি উদ্ধার করে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কচ্ছপটি রাত সাড়ে ১১টার দিকে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকা থেকে অবমুক্ত করা হয়। এ সময় বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয় সংবাদ কর্মীদের উপস্থিতিতে কচ্ছপটি নদীতে ছাড়া হয়। তবে কচ্ছপটি কোথায় থেকে কে বা কারা নিয়ে আসছে তা জানা যায়নি।